বিস্ময়কর শব্দ গবেষনা ।। Amazing Sound Experiment



শব্দ এমন এক শক্তি যা না থাকলে আমরা বর্তমানে যত সহজে একে অপরের সাথে ভাবের আদান প্রদান করি ততসহজে হয়ত করতে পারতাম না। আলো, তাপ যেমন শক্তি তেমনই এই শব্দ একটা শক্তির রূপ। এখন অনেকের ধারনা হতে পারে এই শব্দ শুধু মাত্র শোনার কাজেই ব্যাবহৃত হয়! হ্যাঁ এর মূল কাজ এটা হলেও এই শব্দকে কিন্তু বিভিন্ন ভাবে ব্যাবহার করা হয়। যেমনঃ প্রানী জগতে বাদুড় পথ চলতে আর মানুষ রাডার দিয়ে বিমান পর্যবেক্ষনের জন্য ব্যাবহার করে এই শব্দ, আচ্ছা আপনারাতো জানেন যে শব্দ চলাচলের জন্য কোন না কোন মাধ্যমের দরকার হয় আর কঠিন মাধ্যমের মধ্যে দিয়ে সব থেকে দ্রুত সঞ্চারিত হয়। আচ্ছা এই শব্দকে যদি বিভিন্ন কম্পাংকে পানির মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে কি হয়? এর জবাব পাবেন নিচের ভিডিও দু'টিতে। তবে এই ভিডিও দু'টি দেখার পরে আপনার মনে হবে আপনি বাস্তব কোন জিনিষ নয় বরং অবাস্তব কোন জিনিষ দেখছেন। তাহলে চলুন দেখে নেই ভিডিও দু'টি,







2 Comments

  1. ধন্যবাদ,আমার ব্লগে আপনাকে স্বাগতম

    উত্তরমুছুন
  2. বাংলাদেশের পাশে এসে দাঁড়ালো ভারত আরো জানতে

    https://www।gazipurkotha।com/বাংলাদেশের-পাশে-এসে-দাঁড়ালো-ভারত/21430

    উত্তরমুছুন

Thank you for your comments