পেন্সিলে আঁকা অসাধারন ত্রিমাতৃক ছবি Awesome Pencil 3D Art


বেলজিয়ামের আর্টিষ্ট "বেন হাইনা" (Ben Heine) পেন্সিল দিয়ে এতটাই নিখুঁত ভাবে ত্রিমাতৃক ছবি আঁকতে পারেন যা হয়ত নিজ চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। আজ আপনাদের তার আঁকা ত্রিমাতৃক ছবি দেখাব, যেগুলি বেশ বড় আকারের। তাহলে চলুন শুরু করা যাক,


এছাড়াও তিনি আরেক ধরনের ছবি তোলার প্রবর্তক হিসেবেও বেশ খ্যাত, আর তা হল ক্যামেরার ছবি ও পেন্সিল দিয়ে হাতে আঁকা ছবির সংমিশ্রন। কি বুঝতে পারলেন না? তাহলে একটা ছবি দেখে নেওয়া যাক,


কি এবার বুঝলেনতো? এছাড়াও ক্যামেরা দিয়ে ছবি তোলার জন্যও তার সুনাম রয়েছে। তিনি মডেল ফটোগ্রাফিও করেন।

1 Response to "পেন্সিলে আঁকা অসাধারন ত্রিমাতৃক ছবি Awesome Pencil 3D Art"

  1. ভাই আমার লেখা সব লেখাইতো কপি মারছেন কিন্তু কোথাও আমার নাম উল্লেখ করেন নাই!!! এরকম করাটা কি উচিৎ হয়েছে???

    উত্তরমুছুন

Thank you for your comments