চিনে নিন ফেসবুকের ফেক প্রোফাইল

বিশ্বের সর্বাধিক প্রচলিত সোশ্যাল নেটওয়ার্কিং সাইট দুনিয়ার যে কোন প্রান্তের মানুষের সঙ্গে আপনার বন্ধুত্ব করায় ঠিকই কিন্তু সেইসঙ্গে অচেনা লোকেদের সঙ্গে যাগাযোগের অঙ্গ হয়ে উঠেছে এটি৷ আর এই স্রোতে নেটওয়ার্কিং সেইটে নকল পরিচয়ের লোকেদের সংখ্যাও কিছু কম নয়৷ কিন্তু আপনি এবার ফেক অ্যাকাউন্টের খোঁজ, বিশ্লেষণ ও তাকে ব্লক করতে পারবেন৷ একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই এটি সম্ভব আর এর জন্য আলাদা কোন পয়সাও খরচ করতে হবে না আপনাকে৷ এই অ্যাপ্লিকেশনটিকে ইসরাইয়েলের এলিরন সহচর তৈরি করেছেন৷

এলিরন জানিয়েছেন, গ্রাহকজের জন্য আগামী বছর পর্যন্ত এই অ্যাপের ব্যবহার বিনামুল্যে করে দেয়া হয়েছে৷ বিভিন্ন দেশে ইতিমধ্যেই ইন্টারনেটের মাধ্যমে প্রতারণার অনেক ঘটনা সামনে এসেছে৷ যুবক ও যুবতীদের আত্মীদের ক্ষেত্রেও এটি অত্যন্ত চিন্তার বিষয়৷ এই অ্যাপের মাধ্যমে বাবা মায়েরা তাদের সন্তানকে নকল প্রোফাইল থেকে বাঁচাতে পারবেন৷
সাইবার ক্রাইম ক্রমাগত বেড়ে চলার কারণে এই অ্যাপ্লিকেশনকে ডিজাইন করেছেন এলিরন৷ তিনি জানিয়েছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনার ফ্রেন্ডলিস্টের সকল বন্ধুদের টেকনিক্যাল ভাবে টেস্ট রান করে, যাতে নির্দিষ্ট প্রোফাইলের ৩৬৫ দিনের সমস্ত ট্র্যাক আপনি দেখতে পারেন, আর এর সাহায্যেই আপনি জানতে পারবেন সেই বন্ধুটি আসল না ফেক৷
এটি সেই সমস্ত ব্যাক্তিদের তাড়াতে সক্ষম যারা আপনা অযথা পিঙ করে বিরক্ত করে বা আপনার ছবি ও ভিডিও চুরি করে তার অপব্যবহার করে৷ এই অ্যাপের মাধ্যমে কপি করা ছবির সম্পর্কেও জানতে পারবেন৷ এমন প্রচুর লোক আছেন যারা ফেসবুকে প্রচুর সময় কাটান৷ তাদের কথা মাথায় রেখেই সুরক্ষা প্রদানের জন্য এটি বানানো হয়েছে৷
ফের অফ’য়ের সংস্থাপক এলিরন সহচরের বয়স মাত্র ৩৪ বছর৷ তিনি গত ১১ বছর ধরে ইন্টারনেটের ক্ষেত্রে অগ্রণী ভুমিকা রেখেছেন৷ এলিরন নিজেও ফেক প্রোফাইলের কারণে অস্বস্তিতে ছিলেন, তাই তিনি নতুন এই অ্যাপ্লিকেশন ডিজাইন করেছেন৷- ওয়েবসাইট।

0 Comment "চিনে নিন ফেসবুকের ফেক প্রোফাইল"

একটি মন্তব্য পোস্ট করুন

Thank you for your comments